ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপ থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২২ আগস্ট ২০১৯

ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান থেকে ছিটকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জালসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ধামরাইয়ের জমসিং-বাথুলি বাইপাস সড়ক হয়ে বাথুলিগামী একটি পিকআপভ্যানের ওপরে বসা ছিলেন ওই যুবক। পিকআপটি জালসা এলাকায় পৌঁছলে কোনো কারণে ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় চালকসহ পিকআপভ্যানটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আল-মামুন/এমবিআর/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন