ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিষিদ্ধ পিরানহা জব্দ করে পুঁতে ফেলল প্রশাসন

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২২ আগস্ট ২০১৯

পটুয়াখালীর বাউফলের বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে রাক্ষুসে মাছ পিরানহা আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দির্ঘদিন যাবৎ বাউফলের বগা বাজার, আফসারের গ্যারেজ, বিলবিলাস বাজার, গোলাবাড়ি মাছবাজারে গ্রামের সহজ সরল লোকদের কাছে ব্যবসায়ীরা বিক্রয় নিষিদ্ধ পিরনহা মাছকে রূপচাঁদা বলে বিক্রি করে আসছিল৷ পরে উপজেলা নির্বাহী অফিসার ওই বাজারে অভিযান চালিয়ে দশ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেন।

piranha

উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে জানান, বাউফলের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করা হয়৷ আটক মাছ পরবর্তীতে কেরোসিন ছিটিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সোহাগ উপস্থিত ছিলেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম

আরও পড়ুন