ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০২:৩০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

নিয়মিত ক্লাস, পর্যাপ্ত শিক্ষক সংকট, হোস্টেল, ল্যাবরেটরির যন্ত্রপাতি, পরিবহন ও ক্যান্টিন ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

এ সময় বক্তব্য রাখেন, ছাত্র নেতা জেলা বাসদের সমন্বয়কারী মাহাবুব আলম রুবেল, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের সভাপতি ভবোতষ রায়, কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, শিক্ষার্থী ইউসুফ, মাহি প্রমুখ।

Thakurgao

বক্তারা এ সময় ঠাকুরগাঁও সরকারি কলেজের কোচিং বাণিজ্য বন্ধ, শিক্ষক সংকট নিরসন, পর্যান্ত হোস্টেল, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা, নিয়মিত ক্লাস, স্বতন্ত্র পরীক্ষা হল চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন এবং দ্রুত তা সমাধানের জন্য সরকারের  দৃষ্টি কামনা করেন।

পরে এ সকল দাবিতে সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল বরাবর একটি স্মারকলিপি পেশ করতে গেলে ছাত্রলীগের বাধার মুখে স্বারকলিপি প্রদান করতে পারেনি তারা।

রবিউল এহসান রিপন/এসএস/এমএস