ঘাতক বাস কেড়ে নিল পোশাক শ্রমিকের প্রাণ
গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় বাসের চাপায় সাইকেল আরোহী এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার ভোর ৬টার দিকে কাশেম টেক্সটাইল মসজিদের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একে এম কাউসার চৌধুরী জানান, নিহত সোহেল রানার বাড়ি বরিশালের বড়গাটি গ্রামে। বাবার নাম ইসমাইল হোসেন। ইটাহাটা এলাকায় এ জেড ফ্যাশন্স নামে একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
তিনি আরও বলেন, রাতের পালার ডিউটি শেষে ভোরে সাইকেলে করে বাসায় ফিরছিলেন সোহেল রানা। তখন কাশেম টেক্সটাইল মসজিদের কাছে চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে দুর্ঘটনায় সোহেল রানার মৃত্যুর খবর পেয়ে তার বিক্ষুব্ধ সহকর্মীরা সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ফলে বেশ কিছু সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
আমিনুল ইসলাম/এমএমজেড/এমকেএইচ