ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের সঙ্গে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১০:১০ এএম, ২১ আগস্ট ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক ছাত্রী (১৩)। এ সময় কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার চরফকিরার সাইফ উদ্দিনের মেয়ে জেরিনের সঙ্গে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার গোলাপ পোরমান বাড়ির ইউছুফ নবীর ছেলে পুলিশ কনস্টেবল সৌরভ হোসেনের বিয়ে ঠিক হয়। তবে প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই দুপুর ১টার দিকে এ বাল্যবিয়েটি বন্ধ হয়ে যায়।

উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্য বিয়েটি বন্ধ হয়ে যায়। পরে কনের বাবা এবং মায়ের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়া কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একইসঙ্গে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে কনের বাবা সাইফ উদ্দিন ও পরিবারের লোকজন লিখিতভাবে অঙ্গীকার নামা দেন।

এফএ/জেআইএম

আরও পড়ুন