ভোলা-লক্ষ্মীপুরে বিকল্প পথে ফেরি চলাচল শুরু
ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাট ভেঙে যাওয়ায় ১৩ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার বিকল্প পথে ফেরি চলাচল শুরু হয়েছে। বিকল্প হিসেবে ভোলার ভেদুরিয়া ঘাট ব্যবহার করা হচ্ছে। সকাল ১০ টায় লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীঘাট থেকে ফেরি কিষানী ও ফেরি কনকচাপা ভেদুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।
এ ফেরি চালুর মধ্য দিয়ে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের যোগাযোগ আবার শুরু হলো। এদিকে, ঈদের আগে এ রুট চালু করার জন্য দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা জোর দাবি জানিয়ে আসছিল।
এর আগে ভোলায় মেঘনার ভাঙনে ইলিশা ফেরিঘাট বিলীন হয়ে গেলে ফেরি চলাচল ২ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৬ জেলার যোগাযোগ ব্যবস্থা।
ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার আবু আলম জাগো নিউজকে জানান, বিকল্প ঘাট ব্যবহার করে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে আগের থেকে দ্বিগুণ দূরত্ব বেড়ে গেছে। এজন্য ভাড়াও বাড়ানো হয়েছে ।
অমিতাভ অপু/এসএস/এমএস