১৮ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেলে সেলিম নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৮ ঘণ্টায় এ হাসপাতালে তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। মৃত সেলিম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. শামছুজ্জামান সেলিম জানান, সেলিম গত মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হন। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে গত রাত থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে রাসেল নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক ডেঙ্গু রোগী, রাত ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়ার আনোয়ার নামে আরেক রোগী মারা যান। এর আগে গত ১১ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরহাদ নামে কিশোরগঞ্জের এক যুবক মারা যান।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন।
রকিবুল হাসান রুবেল/আরএআর/এমকেএইচ