ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কনস্টেবলের ছোড়া গুলি এসপির বাসায়

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনিচুর রহমানের বাসায় একটি লক্ষ্যভ্রষ্ট গুলি লেগেছে। রোববার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কনস্টেবলদের বার্ষিক ফায়ারিংয়ের স্থান থেকে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই বাসার ফ্যানে গিয়ে লাগে। তবে এতে কারও কোনো ক্ষতি হয়নি।

নগরীর খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নগরীর শিরোমনি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ফায়ারিং বাটে কেএমপির পুলিশ সদস্যদের বার্ষিক ফায়ারিং চলছে। রোববার পুলিশ কনস্টেবলদের ফায়ারিং চলছিল। দুপুর আড়াইটার দিকে একটি রাইফেলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী কেডিএ আবাসিক এলাকার ৬৫ নং বাড়ির দোতলার সিলিং ফ্যানে গিয়ে লাগে। পরে তারা গিয়ে গুলিটি উদ্ধার করেন।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আনিচুর রহমান জানান, তার মেয়ে ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিল। এমন সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে আসা একটি গুলি জানালার কাঁচ ভেদ করে টেবিলের ওপরের সিলিং ফ্যানে লাগে। তবে এতে কারও কোনো ক্ষতি হয়নি।

আলমগীর হান্নান/আরএআর/পিআর

আরও পড়ুন