ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৮ আগস্ট ২০১৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে হাতির আক্রমণে আবদুল মোতালেব (৬৮) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

রোববার (১৮ আগস্ট) ভোরে হাতির আক্রমণে গুরুতর আহত হওয়ার পর তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। বেলা ১১টার দিকে সেখানেই মারা যান তিনি।

নিহত আবদুল মোতালেব উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের হালিম মাস্টার বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আবদুল আউয়াল।

নিহতের ছোট ভাই মাস্টার আবদুল হালিম চৌধুরী জানান, ‘বাড়ির কাছেই বহদ্দার বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ঈদের ছুটিতে থাকায় ফজরের আজান দেন আমার বড় ভাই। আজান দিয়ে বাড়িতে আসেন। এককাপ চা খেয়ে আবার মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়তে। এ সময় রাস্তার উপর একটি হাতি তাকে আক্রমণ করে। হাতিটি ভাইকে শুঁড়ে তুলে ছুড়ে মারে। এতে ভাইয়ের খুব রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় উনাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারিনি।’

তিনি আরও বলেন, গত দুই মাস ধরেই দুটি হাতি এলাকায় ঘুরছে। আগে মধ্যরাতে আসত। আজ আসছে ভোরে। আজ একটি হাতি ছিল।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, ‘হাতির আক্রমণে একজন মারা গেছেন। বন বিভাগের কয়েকটি দল হাতিগুলো ওই এলাকা থেকে সরাতে চেষ্টা করছে।

এএইচ/পিআর

আরও পড়ুন