নারীর ব্যাগে মিলল ৪০ হাজার ডলার ও ১৩ লাখ রুপি
বেনাপোল-যশোর মহাসড়কের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে সুরাইয়া বেগম (৩৫) নামে এক নারীর ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ৪শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক সুরাইয়া বেগম ঢাকা দোরতুবাগ এলাকার শাহ আলমের স্ত্রী।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আমড়াখালি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক নারী বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহন চেকপোস্টে আসলে তল্লাশি করা হয়। পরে ওই পরিবহনে থাকা সুরাইয়া নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি চালিয়ে ৪০ হাজার ৪শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
মো. জামাল হোসেন/এমএসএইচ