রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত হয়। মঙ্গলবার বিকেলে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাবনার ঈশ্বরদী এলাকার রেফাত খন্দকার রোজ (১৮), তানোরের বানিয়াল এলাকার নাহিদ (২০), নাটোরের লালপুর এলাকার শাওন (১৭), জাহিদ (১৯) ও অপর একজনের নাম পাওয়া যায়নি। আহতরা সবাই সভাপতি রিগেন গ্রুপের। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। আর সেই দ্বন্দ্বের জের ধরে বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাশেদ গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে রিগেনের সমর্থকদের উপরে হামলা চালায়।
বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সংঘর্ষের সংবাদ শোনার পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি