চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবাসহ ট্রাক জব্দ, আটক ১
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ একটি ট্রাকও জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ইয়াবা পাচারের দায়ে ট্রাক চালককে আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার (১৭ আগস্ট) ভোরে বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।
আটক ট্রাক চালকের নাম মশিউর রহমান লিটন (৩৫)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ট্রাকে লুকোনো ইয়াবার চালানসহ ট্রাক চালককেও আটক করা হয়েছে। মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করতেন। জব্দ হওয়া ইয়াবার এ চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে এসেছিলেন মশিউর।
আবু আজাদ/এসএইচএস/জেআইএম