বাড়িতে বিস্ফোরণে দগ্ধ ৩, দু’জনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন কাথরা মন্ডলবাড়ি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- নূর মোহাম্মদ (৮০), ইয়াকুব আলী মন্ডল (৬০) ও আকলিমা খাতুন (৫০)।
সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাথরা মন্ডলবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডলের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৩ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ৩ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নূর মোহাম্মদ ২৫ ভাগ, ইয়াকুব আলী মন্ডল ১০০ ভাগ ও আকলিমা খাতুন ৯৫ ভাগ পুড়ে গেছেন। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম