ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে দিনব্যাপী বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:০৭ এএম, ১৬ আগস্ট ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ বিজিবি-৬২ ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। সকাল থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

বিজিবি-৬২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এম হাবিব ইবনে জাহানের (এসপিপি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন বিজিবি-৬২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মেহেদী হাসান আল আমীন (এসজিপি)। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ প্রমুখ।

ক্যাম্পেইনে ৯ হাজার ৩৩ জন দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ প্রদান করা হয়।

এছাড়াও বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণের ডিভিডি ও বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক প্রমাণ্যচিত্র “অসমাপ্ত মহাকাব্য” ডিভিডি প্রদর্শনসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জোহরের নামাজ বাদ কোরআন খতম, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মো. শাহাদাত হোসেন/বিএ