ফেনীতে ডেঙ্গু রোগী বাড়ছে
ফেনীতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। গত এক সপ্তাহে ফেনী জেনারেল হাসপাতালে ৯৯ জন এডিস মশার জীবাণু নিয়ে ভর্তি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত যথাক্রমে ১৪ জন, ১৮, ১৫, ১৭, ৮, ১৩ ও ১৪ জন রোগী এডিস মশার জীবাণু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্র জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ১৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। ৩৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭৬ জন। এদের মধ্যে ১০ জন ফেনীতে আক্রান্ত ও বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারী জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বাভাবিকতা বজায় রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি জানান।
রাশেদুল হাসান/এমএএস/পিআর