ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকসহ আটক যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

বরিশালে হেরোইনসহ আটক শামীম হাওলাদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদিব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শামীম নগরীর উত্তর সাগরদী ইসলামপাড়ার বাসিন্দা কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) হারুন অর রশিদ জানান, ২০১১ সালের ২৪ মে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চৌমাথা এলাকা থেকে শামীমকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫০ গ্রাম হেরোইন।

এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন চন্দ্র দে বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ৩ জুলাই শামীম ও একই এলাকার বাসিন্দা কামাল এবং বেনাপোলের উজ্জলকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আটজনের সাক্ষ্য শেষে আদালত দুইজনকে খালাস এবং শামীমকে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাইফ আমীন/এআরএ/আরআইপি