মাদারীপুরে ডেঙ্গুতে এবার স্বাস্থ্যকর্মীর মৃত্যু
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে ডেঙ্গু আক্রান্ত হয়ে তপন মন্ডল (৩৫) নামে এবার এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগী মারা গেলেন।
মাদারীপুর সিভিল সার্জন শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদারীপুরে এখন পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগী মারা যাওয়ার তথ্য আমরা পেয়েছি। তবে এদের মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। বাকি ৫ জন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এখন পর্যন্ত জেলায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন- সদর উপজেলার তপন কুমার মন্ডল, শিবচরের ফারুক খান, রিপন হাওলাদার, হাজী আবদুল মজিদ তস্তার, রাজৈর উপজেলার শারমিন আক্তার, কালকিনি উপজেলার জুলহাস বেপারী ও নাদিরা বেগম।
এছাড়া এখন পর্যন্ত মাদারীপুর সদর হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
নাসিরুল হক/এফএ/এমকেএইচ