ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ ক্যাম্পে গুলি করে আনসার সদস্যের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৫ আগস্ট ২০১৯

যশোরে মকদম আলী (৫১) নামে এক আনসার সদস্য নিজ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে এই ঘটনা ঘটে।

মকদম আলী টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার বিল আমুলি গ্রামের হযরত আলীর ছেলে। তিনি বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ বলেন, পারিবারিক কলহের জের ধরে আনসার সদস্য মকদম আলী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর পুলিশ ক্যাম্পে নিজের কক্ষে চায়না রাইফেল ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি। গুলি মাথা দিয়ে বেরিয়ে গেছে।

তিনি আরও বলেন, স্ত্রীর সঙ্গে মকদমের বয়সের ব্যবধান অনেক। তাদের দাম্পত্য কলহ ছিল। এছাড়াও কিছুদিন আগে দুর্ঘটনায় তাদের ছোট মেয়ে প্রতিবন্ধী হয়েছে। এসব নিয়ে পরিবারে কলহ লেগেই থাকত। বৃহস্পতিবার ভোরেও স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তিনি আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পুলিশ প্রশাসন ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এফএ/জেআইএম

আরও পড়ুন