ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংবাদ প্রকাশের পর অনুদান পেলেন সেই মানুষটি

প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

জাগো নিউজে সংবাদ প্রকাশের পর সেই পাখা বিক্রেতা বৃদ্ধ আলতাপ হোসেনকে সহযোগিতা করেছে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আলতাপ হোসেনকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

গত ৩০ আগস্ট জাগো নিউজে “তিনি হাত পাতেন না” শিরোনামে ঝিনাইদহের শৈলকুপার দৃষ্টি প্রতিবন্ধী ঝাড়ু-পাখা বিক্রেতা বৃদ্ধ আলতাপ হোসেনকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

অসহায়, দৃষ্টি প্রতিবন্ধী ও হত-দরিদ্র বৃদ্ধ আলতাপ হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদটি সর্বস্তরের পাঠকের মনে ঠায় করে নেয়। ৩ সন্তানের লেখাপড়া ও সংসার চালানোর স্বার্থে দীর্ঘ ১৫ বছর ধরে তিনি ঝড়, বৃষ্টি ও খরতাপের সাথে সংগ্রাম করে হাত পাখা ও ঝাড়ু বিক্রি করে আসছেন ।

প্রকাশিত সংবাদটি পড়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বদ্বীপ কুমার সরকার সংবাদের সত্যতা যাচাই-বাছাই করে তাকে অনুদান দেয়ার সিদ্ধান্ত নেন।

অনুদান পাওয়ার পর আলতাফ হোসেন জানান, আমার মতো দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্থ ব্যক্তির পাশে যারা দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অনুদানের টিন ও টাকা দিয়ে বাড়িতে একটা ঘর তুলে বড় মেয়েকে বিয়ে দেবেন বলে তিনি জানান।

# তিনি হাত পাতেন না

এমএএস/পিআর