সংবাদ প্রকাশের পর অনুদান পেলেন সেই মানুষটি
জাগো নিউজে সংবাদ প্রকাশের পর সেই পাখা বিক্রেতা বৃদ্ধ আলতাপ হোসেনকে সহযোগিতা করেছে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আলতাপ হোসেনকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
গত ৩০ আগস্ট জাগো নিউজে “তিনি হাত পাতেন না” শিরোনামে ঝিনাইদহের শৈলকুপার দৃষ্টি প্রতিবন্ধী ঝাড়ু-পাখা বিক্রেতা বৃদ্ধ আলতাপ হোসেনকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
অসহায়, দৃষ্টি প্রতিবন্ধী ও হত-দরিদ্র বৃদ্ধ আলতাপ হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদটি সর্বস্তরের পাঠকের মনে ঠায় করে নেয়। ৩ সন্তানের লেখাপড়া ও সংসার চালানোর স্বার্থে দীর্ঘ ১৫ বছর ধরে তিনি ঝড়, বৃষ্টি ও খরতাপের সাথে সংগ্রাম করে হাত পাখা ও ঝাড়ু বিক্রি করে আসছেন ।
প্রকাশিত সংবাদটি পড়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বদ্বীপ কুমার সরকার সংবাদের সত্যতা যাচাই-বাছাই করে তাকে অনুদান দেয়ার সিদ্ধান্ত নেন।
অনুদান পাওয়ার পর আলতাফ হোসেন জানান, আমার মতো দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্থ ব্যক্তির পাশে যারা দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অনুদানের টিন ও টাকা দিয়ে বাড়িতে একটা ঘর তুলে বড় মেয়েকে বিয়ে দেবেন বলে তিনি জানান।
# তিনি হাত পাতেন না
এমএএস/পিআর