ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাঘাইছড়িতে চাঁদা না পেয়ে আবারও ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:৫১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

রাঙামাটির বাঘাইছড়িতে চাঁদা চেয়ে না পাওয়ার মাত্র ষোল দিনের ব্যবধানে আবারও পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল নয়টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে বাঘাইছড়ি যাওয়ার পথে উপজেলার দুইটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এর আগে ৩০ আগস্ট একই জায়গায় আগুন ধরিয়ে দিয়ে আরেকটি পণ্যবাহী ট্রাক পুড়িয়ে দেন দুর্বৃত্তরা। জানা যায়, মঙ্গলবার সকালে দীঘিনালা থেকে ছেড়ে যাওয়া বাঘাইছড়িগামী প্রাণ কোম্পানির মালবাহী একটি ট্রাক (নম্বর-চট্ট মেট্রো-ত-১১-২৩৩৮) পথিমধ্যে থামিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এতে অপারগতা জানালে সন্ত্রাসীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কয়েক সপ্তাহ ধরে বাঘাইছড়ির প্রাণ কোম্পানির পণ্য পরিবেশক বাবুর কাছে চাঁদার জন্য চিঠি দিয়ে আসছে সন্ত্রাসীরা। এতে সাড়া না দেয়ায় মঙ্গলবার সকালে মাল নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেন প্রাণ কোম্পানির পরিবেশক বাবু।

পরে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুড়িয়ে দেয়া ট্রাকটি উদ্ধার করে। তবে তার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনার স্থল সাজেক থানার অন্তর্গত। সেজন্য ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

সুশীল প্রসাদ চাকমা/এমজেড/আরআইপি