২৪ ঘণ্টায় রাজবাড়ীতে আরও ১৮ ডেঙ্গু রোগী
গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে আরও ১৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীর সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। এছাড়া গত মাসের ২৯ জুলাই থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রাজবাড়ীতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১৮৫ জন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এসব নিশ্চিত করেছেন।
বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ৪৪ জন, বালিয়াকান্দিতে ১ জন ও পাংশায় ৭ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যান্য রোগীরা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে জেলা বা উপজেলায় চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। গত দুই সপ্তাহে রাজবাড়ীতে ১৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঈদে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে ডেঙ্গু নিয়ে বাড়িতে আসায় রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
রুবেলুর রহমান/এফএ/এমকেএইচ