ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার

প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনে পরিত্যক্ত অবস্থায় তিন কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্বার করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পাগলা কোস্টগার্ড স্টেশনের সাব কমান্ডার লে. হাসানুর রহমান এ তথ্য জানান।
 
তিনি জানান, সোমবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারে আমিন বাজার সেতু সংলগ্ন এলাকায় পাগলা কোস্টগার্ড স্টেশন ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার ইমাম গাজ্জালী এবং টিম লিডার জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ০০ ৫৩) তল্লাশি করে চার হাজার ৬৫১ পিস ভারতীয় শাড়ি, ৩৩২ পিস থ্রি-পিস, ২৪০০ কেজি সিন্থেটিক ফ্রেবরিকস উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য তিন কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা। কোস্টগার্ডের অভিযানকালে ট্রাকচালক পলিয়ে গেছে।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি