ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসা নিয়ে বাড়ি গেলেন ১০ জন, ভর্তি হলেন ১২ জন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১২ আগস্ট ২০১৯

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর হাসপাতালগুলোতে আরও ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

এছাড়া জেলার হাসপাতালগুলোতে ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। ২৯ জুলাই থেকে সোমবার সকাল পর্যন্ত রাজবাড়ীতে ১৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ২৮ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস বলেন, সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কেউ ভর্তি হচ্ছে আবার কেউ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে। ঈদে অনেকেই গ্রামের বাড়িতে এসেছে। এর মধ্যে ডেঙ্গু রোগী থাকতে পারে। বিষয়টি মাথায় রেখে প্রস্তুত রয়েছি আমরা।

রুবেলুর রহমান/এএম/পিআর

আরও পড়ুন