ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে ট্রলার ডুবে ১০ গরুর মৃত্যু, ব্যাপারীদের আহাজারি

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১০ আগস্ট ২০১৯

সাভারে বংশী নদীতে ট্রলারডুবে ১০টি গরু মারা গেছে। তবে ট্রলারের মাঝি ও ব্যাপারীরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ সময় ট্রলারটিতে থাকা আরও প্রায় ৩০টি গরুকে রক্ষা করা গেছে।

শনিবার দুপুর ২টার দিকে সাভারের উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে গরুগুলো হারিয়ে নদীর তীরে বসে ব্যাপারীদের আহাজারি করতে দেখা গেছে।

savar

প্রত্যক্ষদর্শী মো. হৃদয় খান জানান, ব্যাপারীরা মানিকগঞ্জের সিংগাইর থেকে ট্রলারে করে ৪০টি গরু নিয়ে বংশী নদী দিয়ে গাবতলীর পশুর হাটে যাচ্ছিলেন। উলাইলের কর্নপাড়া এলাকায় হঠাৎ করে ট্রলারটি কাত হয়ে উল্টে ডুবে যায়। এ সময় ব্যাপারীরা ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ১০টি গরু মারা যায়। পরে মরা গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেয়া হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নদীতে ডুবে ১০টি গরু মারা গেছে। তবে ট্রলার থাকা মাঝি বা ব্যাপারীরা তীরে উঠতে সক্ষম হয়েছেন।

আল-মামুন/এমবিআর/এমএস

আরও পড়ুন