ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত ১৩ মাসের শিশু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৭ আগস্ট ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার দুপুরে আখাউড়া উপজেলা সদরের মসজিদপাড়া মহল্লার এজাজ আহমেদের ১৩ মাস বয়সী শিশু মো. সাদ বিন এজাজ ওরফে আয়ানকে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আয়ানের পরিবার জানিয়েছে, গত ৪ আগস্ট জ্বরে আক্রান্ত হয় আয়ান। পরদিন চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার ডেঙ্গু জ্বর হয়েছে।

মঙ্গলবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক মাসের মধ্যে তাদের বাড়ির কেউ ঢাকা যাননি এবং ঢাকা থেকে কেউ বেড়াতেও আসেননি। এর ফলে আখাউড়াতেই এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আয়ান।

আয়ানের বাবা মো. এজাজ আহমেদ বলেন, মঙ্গলবার প্রথম পরীক্ষায় আয়ানের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। নিশ্চিত হওয়ার জন্য বুধবার দুপরে আবারও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের পরীক্ষা করলে ডেঙ্গু জ্বর নিশ্চিত জানা যায়।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, শিশু আয়ান ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী। তার চিকিৎসা চলছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

আরও পড়ুন