ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৭ আগস্ট ২০১৯

পাবনার ঈশ্বরদীতে সড়ক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার সকালে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের মুলাডুলি খাদ্য গুদামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঈশ্বরদী থানার এসআই হালিম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আলাউদ্দিন আহমেদ/এমবিআর/এমকেএইচ

আরও পড়ুন