ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের ছুটিতে বাড়ি গিয়ে হাসপাতালে ভর্তি, মশারির সংকট

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৬ আগস্ট ২০১৯

গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরা সবাই ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ অবস্থায় সরকারি হাসপাতালে মশারির সংকট দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ব্যক্তিগত তহবিল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে মশারি বিতরণ করেন।

dengu

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন ডা. সামস উদ্দিন, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিটসহ চিকিৎসা ব্যবস্থায় কোনো সমস্যা হবে না জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, জয়পুরহাটে এখনো ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্তদের চিকিৎসা চলছে।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

আরও পড়ুন