ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা ফেরত ডেঙ্গু রোগীর দিনাজপুরে মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৬ আগস্ট ২০১৯

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম (১৭) নামে ঢাকা ফেরত এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, নিহত রবিউল ইসলাম গত ৩০ জুলাই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিল। সে ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসেছিল। আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

এদিকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির প্রচেষ্টায় হাসপাতালের পাশে নতুন বিল্ডিংয়ে ১৫০ রোগীর ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়ার্ড ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। যদি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তাদেরকে সেখানেই নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হবে।

মদাদুল হক মিলন/এমবিআর/পিআর

আরও পড়ুন