খোলাবাজারে বিক্রির সময় ১২ হাজার লিটার তেল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে গ্যাস ফিল্ডের অপরিশোধিত তেল খোলাবাজারে বিক্রির সময় ১২ হাজার লিটার তেলবোঝাই একটি লরি জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাজার থেকে লরিটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এনএসআই সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাসের সঙ্গে বের হওয়া অপরিশোধিত তেল নিয়ে একটি লরি (চট্ট মেট্রো-ঢ-০৮০০৪৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় আসছিল। ঘাটুরা গ্যাসক্ষেত্রে তেল পরিশোধনের জন্য আনা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ওই লরি থেকে ধরখার বাজারের একটি দোকানে তেল বিক্রি করার সময় লরিটি জব্দ করা হয়। তবে লরি চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।
আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম চৌধুরী জাগো নিউজকে জানান, ধরখার বাজারে ‘হিমেল ভান্ডারী তৈল ভান্ডার’ নামের এক খুচরা দোকানে তেল বিক্রির জন্য লরিটি থামানো হয়েছিল। কিন্তু তেল বিক্রি করতে পারেনি। তার আগেই লরিটি জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/এমবিআর/পিআর