ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরুর ফার্মে দুই শ্রমিকের মৃত্যু, শিশুর পুকুরে

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৫ আগস্ট ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীতে বিদুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সহদেবপুর ইউনিয়নের বিন্যায়রি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাফিজুর রহমান (৩৫) ও মাসুদ (২৮)।

নিহতদের বাড়ি ধনবাড়ী উপজেলায়। অপর দিকে দুপুরে টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়ার ছয়আনী পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মিরাজ (১২) ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুজ্জামান সোহেল।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, উপজেলার বিন্যায়রি গ্রামে গরুর ফার্মে কাজ করতো কয়েকজন শ্রমিক। ওই ফার্মের পাশেই বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে ছিল। দুপুরে ওই বিদ্যুতের তার মেরামতের সময় বিদুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ৩ জন শ্রমিক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এক মাস ধরে ওই গরুর ফার্মের বিদ্যুতের তার পানিতে ছিড়ে পড়ে ছিল। এলাকাবাসী বারবার পানি থেকে লাইন সরিয়ে নিতে বললেও ফার্মের মালিক সরাননি।

আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম

আরও পড়ুন