ফরিদপুরে ১৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন
ফরিদপুরের সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ১৭৬ জন চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত দুই সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৬৩ জন। ঢাকায় স্থানান্তর করা হয়েছে ১৯ জনকে। মারা গেছেন একজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭৬ জন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২৮ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে সাতজন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন আছেন।
এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ২০ জন, আরোগ্য সদন হাসপাতালে ১৭ জন, ফরিদপুর ইসলামী ব্যাংক হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন। তবে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর অধিকাংশই ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছেন।
বি কে সিকদার সজল/আরএআর/এমএস