ফেনসিডিলভর্তি পিকআপ ফেলে পালাল ‘বড় মিন্টু’
খুলনার রূপসার জাবুসা এলাকায় অভিযান চালিয়ে ৫০৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় ফেনসিডিল বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে গাড়ি তল্লাশির সময় পালিয়ে যায় মূলহোতা মিন্টু ওরফে বড় মিন্টু। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুল হামিদ সরদার (২৫) সাতক্ষীরার কলারোয়া থানার ব্রজবাকসা গ্রামের ময়জদ্দিন সরদারের ছেলে। তার সহযোগী ঘটনার মূলহোতা মিন্টু ওরফে বড় মিন্টু পালিয়ে গেছে।
খুলনা গোয়েন্দা পুলিশের ওসি তোফায়েল আহমেদ বলেন, রূপসা থানাধীন জাবুসা চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে সাদা রঙয়ের একটি পিকআপ তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ড্রাম থেকে ৫০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ফেনসিডিল চোরাকারবারি বড় মিন্টু পালিয়ে যায়। তবে মিন্টুর সহযোগী আব্দুল হামিদ সরদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আলমগীর হান্নান/এএম/জেআইএম