চাঁদপুরে নদী ভাঙন, মন্দিরসহ ঘরবাড়ি বিলীনের আশঙ্কা
মেঘনার তীব্র স্রোতে শনিবার (৩ আগস্ট) রাতেই ভয়াবহ ভাঙন শুরু হয়েছে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র পুরান বাজার হরিসভা এলাকায়। ভাঙনে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে দুটি বাড়িসহ ৮টি বসতভিটা। ভাঙনের তীব্রতায় এলাকার লোকজন তাদের বাড়িঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে।
তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী পুরান বাজার হরিসভা মদন মোহন মন্দির, লোকনাথ বাবার মন্দিরসহ বিরাট এলাকা। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙন চলছে। ভাঙন তখন মন্দিরের সামনের রাস্তায় এসে ঠেকেছে। এ ভাঙন অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে মন্দির দুটিসহ বিরাট এলাকার জনবসতি মেঘনায় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
ভাঙনের খবর পেয়ে শতশত লোক নদীর তীরে ভিড় জমিয়েছে। এছাড়া পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা প্রশাসনের ঊধ্বতন কর্তৃপক্ষ, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালীসহ অনেকে উপস্থিত হয়েছেন।
ভাঙনের শিকার শিপ্রা সাহা, চয়নসহ কয়েকজন জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ ঘরের টিনের চালায় আওয়াজ হচ্ছিল। পরে দেখা যায় ঘরের ফ্লোর ফেটে যাচ্ছে। চিৎকার শুরু করলে কোনো রকমে ঘরের আসবাবপত্র এলাকার লোকজনের সহায়তায় সরিয়ে আনা গেছে। বাকি সবই নদীতে তলিয়ে গেছে। অনেকে আবার ঘরের কিছুই আনতে পারেনি।
পুলিশ সুপার জিহাদুল কবির জানান, ভাঙনের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। ভাঙনে ক্ষতিগ্রস্তরা যাতে নিরাপদে মালামাল সরিয়ে নিতে পারে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এলাকাবাসীর ক্ষোভ, গত বছরও এ স্থান দিয়ে ভয়াবহ ধস দেখা দেয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি। অর্থ বরাদ্দ নেই এই অজুহাতে এবার শুষ্ক মৌসুমেও কোনো কাজ করেনি।
ইকরাম চৌধুরী/এমএসএইচ