ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই বাসের বেপরোয়া গতি, করুণ পরিণতি

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৩ আগস্ট ২০১৯

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক চালকসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারার হাতিমুড়া এলাকার জোড়াখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

khagrachori

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীছড়ি থেকে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় লক্ষ্মীছড়ি থেকে ছেড়ে আসা বাসের চালক মহিউদ্দিন বাসের ভেতরে আটকা পড়েন। পরে বাস কেটে মহিউদ্দিনকে বের করা হয়।

khagrachori

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার দে বলেন, মুখোমুখি সংঘর্ষে ছিন্নভিন্ন হয়ে যায় বেপরোয়া গতির দুই বাস। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এরপর রামগড় থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে চালক মহিউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস

আরও পড়ুন