টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী
টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৪ জন ডেঙ্গু রোগী। শনিবার পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার এ দুই হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ আহম্মেদ খান।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা জানান, সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন তারা। যার ফলে গুরুতর রোগী নিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পরীক্ষার জন্য যেতে হচ্ছে। এতে করে রোগীর অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে।
এছাড়াও একই বিছানা আর একই মশারির নিচে একাধিক রোগীর চিকিৎসা দেয়া নিয়েও চরম শঙ্কায় রয়েছেন বলে জানান তারা।
আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ