ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রমেকে ২৪ ঘণ্টায় ২১ ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৩ আগস্ট ২০১৯

প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে।

এ নিয়ে রমেক হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭৬ জন পুরুষ, ১১ জন নারী ও ৫ জন শিশু।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৯ জুলাই থেকে ৩ আগস্ট (শনিবার) পর্যন্ত ১১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হলেও ২০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহিদুজ্জামান বলেন, ডেঙ্গু আক্রান্তদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। একটি নির্দিষ্ট ওয়ার্ডে সব ডেঙ্গু রোগীকে রেখে চিকিৎসার ব্যবস্থা করা গেলে ভালো হত।

সেই সঙ্গে যে কোনো ধরনের জ্বর অনুভব হলে তাৎক্ষণিক নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

জিতু কবীর/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন