ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের অভিনন্দন

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

কিশোরগঞ্জকে বাদ দিয়ে ময়মনসিংহ বিভাগ অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম। সোমবার সকালে শহরের একটি রেস্তোঁরায় জরুরি সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এ সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়া অভিন্দন ও কৃতজ্ঞতা জানানো হয় কিশোরগঞ্জের কৃতি সন্তান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ জেলার সকল সংসদ সংদস্য, রাজনীতিক, সাংবাদিক, সামাজিক-সংস্কৃতিক ব্যবসায়ীসহ সকল পেশাজীবীদের প্রতি।

সকালে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে `ময়মনসিংহ বিভাগ` গঠনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিপরিষদের সভায় বিষয়টি আলোচিত হওয়ার পরে অনুমোদন পায়। এ খবর পাওয়ার পরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিম অমি। জেলা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জোহরা আক্তার, নারী নেত্রী বিলকিস বেগম, জেলা অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক শফিক আদনান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলীসহ জেলায় কর্মরত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এসএস/পিআর