ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ত্রুটিপূর্ণ রেললাইন মেরামত কাজের জন্য টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রোববার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হওয়া রেললাইন মেরামত কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে আপ লাইন (ঊর্ধ্বগামী) ও ডাউন লাইনে (নিম্নগামী) ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে মেরামত কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে আপ লাইনে (ঊর্ধ্বগামী) এবং দুপুর ১টার দিকে ডাউন লাইনে (নিম্নগামী) ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, রোববার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে লাইনচ্যুত হয়। এ ঘটনায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর আপ লাইনে (ঊর্ধ্বগামী) ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি