৫০০ টাকার ফি ৮০০ টাকা নেয়ায় ৪৪ হাজার টাকা জরিমানা
ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়ের ঘটনায় চাঁদপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় রোধে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন।
অভিযানের সময় সাতটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জরিমানাকৃত এসব ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ৫০০ টাকার পরিবর্তে ৭০০-৮০০ টাকা করে রোগীদের কাছ থেকে আদায় করে।
খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ ও জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
ইকরাম চৌধুরী/এএম/জেআইএম