ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকায় মারা গেলেন গাজীপুরের ডেঙ্গু রোগী

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ জুলাই ২০১৯

গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল করিম সরকার (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রোববার মধ্যরাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় ইউপি মেম্বার আবদুর রউফ।

আবদুল করিম সরকার কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের মৃত হাসান আলী সরকারের ছেলে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, গত বুধবার আবদুল করিম সরকার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান। জ্বর, ডায়রিয়া, কালো পায়খানা ও ক্ষুধামন্দা নিয়ে শনিবার ভোরে ফের তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তির পর চিকিৎসক রোগ শনাক্তের জন্য বেশকিছু পরীক্ষা দেন। এরই মধ্যে তার শরীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে স্বজনরা ছাড়পত্র নিয়ে শনিবার রাতেই তাকে দ্রুত ঢাকা সিএমএইচে নিয়ে যান।

কাপাসিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রউফ জানান, সিএমএইচে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, আবদুল করিম সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস