ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স’মিলের করাতে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৯ জুলাই ২০১৯

বরিশাল সদর উপজেলার কর্নকাঠির খয়রাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় স’মিলের করাতে গলা কেটে রানা সিকদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সিকদার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল এলাকার হানিফ সিকদারের ছেলে। কর্নকাঠি এলাকায় শহিদ খানের ভাড়া দেয়া ‘স’ মিলে কাজ করতেন তিনি। স’মিলটি বর্তমানে নগরীর কেডিসি কলোনীর বাসিন্দা জয়নাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার পরিচালনা করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে ‘স’ মিলে কাজ করতে আসেন রানা। কাজ করার সময় পা পিছলে ‘স’ মিলের ধারালো করাতের ওপর পড়ে যান। এতে তার গলার বেশিরভাগ অংশ কেটে ঘটনাস্থলেই রানা সিকদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল হায়দার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শ্রমিক রানা সিকদারের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সাইফ আমীন/আরএআর/জেআইএম

আরও পড়ুন