ঘরে ফিরছেন বন্যা দুর্গতরা
যমুনার পানি কমতে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, বাহদুরাবাদ পয়েন্টে যমুনার পানি কমে সোমবার সকালে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদী তীরবর্তী এলাকা ছাড়া ৭ উপজেলার বেশিরভাগ এলাকা থেকেই পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা। তবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।
এবারের বন্যায় জেলার প্রায় ৫৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও এখনও রয়েছে ত্রাণ সংকট। বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপও।
আসমাউল আসিফ/এফএ/পিআর