ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘেরে মাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৮ জুলাই ২০১৯

খুলনার রূপসা উপজেলার একটি মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আজগর ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার এলাকার মহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এলাকাবাসী মাছ চাষ করে আসছে দীর্ঘদিন থেকে। কিছু দিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করছে। এলাকাবাসী পাহারা দিয়ে শনিবার গভীর রাতে চুরি করতে আসা আজগরকে আটক করে এবং গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভোরের দিকে তিনি মারা যান।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, আমদাবাদ বিলে তিনটি মাছের ঘের আছে। শনিবার গভীর রাতে এই ঘেরে কীটনাশক দিয়ে মাছ শিকার করে চুরি করছিল তিন চোর। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে আজগর শেখকে ধরে ফেলে গণপিটুনি দেয়। বাকি দুই জন পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভোরের দিকে তিনি মারা যান।

তিনি জানান, ঘেরে কীটনাশক দেয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে।

আলমগীর হান্নান/এফএ/এমএস

আরও পড়ুন