‘ছেলেধরা গুজব’ রোধে ফেনীতে মতবিনিময়
ফেনীতে ‘ছেলেধরা গুজব’ ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। শনিবার তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ প্রশাসন স্কুল-কলেজসহ জেলা ও উপজেলা পর্যায়ে গুজববিরোধী সভা, সমাবেশ ও মাইকিং করার কারণে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ‘ছেলেধরা’ ও কল্লা কাটা নিয়ে সৃষ্ট গুজব অনেকটা কেটে গেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের আতঙ্ক কমে গেছে। সামাজিক এসব সমস্যা মোকাবিলায় গণমাধ্যমকর্মীসহ সবাইকে সতর্ক ও সহযোগিতার অনুরোধ জানান।
এ সময় ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, সহকারী পুলিশ সুপার খালেদ হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাশেদুল হাসান/এমআরএম/এমকেএইচ