ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির কাতল

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৪ জুলাই ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। বুধবার সকালে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় স্থানীয় বক্কার হলদার নামের এক জেলের জালে এ কাতল মাছটি ধরা পড়ে।

mash1

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট জানান, সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট সোজা মাঝ নদীতে স্থানীয় জেলে বক্কার হলদার মাছ ধরতে জাল ফেলেন। এ সময় তার জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। এরপর হাটে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ২৭ কেজি ২০০ গ্রাম। পড়ে তিনি মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কেনেন। এরপর ১ হাজার ৮০০ টাকা কেজি দরে টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে ৪৮ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেন।

তিনি আরও জানান, প্রায়ই তিনি জেলেদের থেকে কাতল, বাঘার, আইর ও পাঙ্গাশের মতো বড় বড় মাছ কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

আরও পড়ুন