ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাছে থাকা সেই অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ১২:১৭ এএম, ২৪ জুলাই ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে বনবিভাগের সহযোগিতায় বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুলাই দুপুর দুইটার দিকে উপজেলার উত্তর শাহবাজরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার গোরস্থানের একটি শিরিষ গাছের ডালে অজগর সাপটি অবস্থান করে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার শত শত মানুষ সাপটি দেখতে ভিড় করেন। খবর পেয়ে স্থানীয় বনবিভাগের লোকজন ও থানা পুলিশ সেখানে যায়। সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস মঙ্গলবার রাত নয়টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাপটি উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। ওজন ১৫ কেজির মতো। সাপটি উদ্ধারের পর বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন নিয়ে গেছেন।’

এমআরএম

আরও পড়ুন