ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ১০:১২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

রংপুর নগরীর মাহিগঞ্জে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় বরিশাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভিসা সেন্টার উদ্বোধন করেন ভারতীয় হাই-কমিশনার পঙ্কজ শরণ।

ভিসা সেন্টার উদ্বোধনকালে রংপুরে উপস্থিত ছিলেন, সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মাহবুব-উল-করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জয়নুল আবেদীন, রংপুর চেম্বারের সভাপতি আবুল কাসেম, বাংলাদেশ ব্যাংক রংপুরের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রাজশাহী অফিস প্রধান কর্মকর্তা আমিরুল ইসলাম, ব্যাংকের সিনিয়র সহকারী অফিসার রাফিয়া পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবী ছিল ভারতীয় ভিসা সেন্টারের। রংপুরে ভারতীয় ভিসা সেন্টার চালু হওয়ায় রংপুরসহ বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মানুষের ভোগান্তি কমবে বলে ভিসা সেন্টারের কর্মকর্তারা জানান। এখানে ভিসা সেন্টার চালু হওয়ায় রংপুরের বিভিন্ন সংগঠন ভারতীয় হাইকমিশনসহ ভিসা সেন্টারের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এসএস/পিআর