ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উন্নয়ন বাধাগ্রস্ত করতে ছেলেধরা গুজব ছড়ানো হচ্ছে : খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২২ জুলাই ২০১৯

সরকারের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশে ছেলেধরা গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

রোববার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। গুজব ছড়িয়ে যারা ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।

তিনি আরও বলেন, ছেলেধরা গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখুন। সন্দেহবশত কাউকে আঘাত করে আইন লঙ্ঘন না করার পরামর্শও দেন খাদ্যমন্ত্রী।

পরে তিনি উপজেলার নিতপুর মাদরাসা মোড়ে ধর্ম মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, পোরশা জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদরাসার মহাপরিচালক আলহাজ শরিফুদ্দিন শাহ চৌধুরী, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ প্রমুখ।

আব্বাস আলী/এমবিআর/এমএস

আরও পড়ুন