ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাউকে সন্দেহ হলে আইনের হাতে তুলে দিন

জেলা প্রতিনিধি | নেত্রকোণা | প্রকাশিত: ০২:৫১ পিএম, ২২ জুলাই ২০১৯

গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে তাকে আইনের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

পরে জেলা আইনজীবী সমিতির সভাপতিত্বে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী।

এ সময় নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক মঈন-উল-ইসলাম ও পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যরা সভা পরিচালনা করেন।

সরকারি অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন।

কামাল হোসাইন/এফএ/এমকেএইচ

আরও পড়ুন