ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় ঢোলভাঙ্গা সাকোয়া সেতুর উদ্বোধন আজ

প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

গাইবান্ধা জেলা শহরের একমাত্র প্রবেশদ্বার হলো গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক। আর এ সড়কের যোগাযোগের প্রধান মাধ্যমটিই ছিল ঢোলভাঙ্গার সাকোয়া খালের উপর দীর্ঘকালের ইস্পাতের তৈরি ঝুলন্ত বেইলি ব্রিজ। বেইলি ব্রিজটি ভেঙে সেখানে নির্মাণ করা হয়েছে কংক্রিটের সেতু। রোববার বিকেলে এ সেতুর উদ্বোধন করা হবে।

এতদিন এ বেইলি ব্রিজটি জেলাবাসীর অন্যতম কষ্টের কারণ ছিল। অতিকষ্টে অতিক্রম করেই চরম দুর্ভোগের মধ্য দিয়ে গাইবান্ধা শহরে যাতায়াত করতে হতো যানবাহন ও পথচারীদের।

ছোট্ট এ বেইলি ব্রিজে যাতায়াতের সময় একদিক থেকে একটি বাস-ট্রাক এলে আরেক পাশে যানগুলোকে অপেক্ষা করতে হতো। ফলে সন্ধ্যার পর বিশেষ করে নৈশকোচগুলোতে এখানে ডাকাতির ঘটনা ঘটতো প্রতিনিয়ত। কিন্তু সে অবস্থা এখন আর নেই। ২০১৪ সালে শুরু হওয়া সাকোয়া সেতুটির কাজ মাত্র এক বছরেই সম্পন্ন হলো।

রোববার বিকেলে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আনুষ্ঠানিকভাবে এই সাকোয়া  সেতুটির উদ্বোধন করবেন। এই সেতুটি চালুর ফলে অত্র অঞ্চলের মানুষ উপকৃত হবেন। এলাকাবাসির প্রত্যাশা যানজট নিরসনসহ এখানে ডাকাতির ঘটনা আর ঘটবে না।

জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সেতু না থাকায় বিশাল জনগোষ্ঠী নৌকা পারাপার নিয়ে নানা ভোগান্তি পোহাতেন। শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছতে পারতেন না। মানুষ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়া ছিল অসম্ভব।

সম্প্রতি সেসব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। গত দু’বছরে নির্মিত হয়েছে জেলার সাঘাটা উপজেলা থেকে বগুড়ার সোনাতলা সড়কে `মেলান্দহ সেতু`, সাদুল্যাপুর উপজেলায় ঘাঘট নদীর উপর `ঘাঘট সেতু`, গোবিন্দগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর ঘোড়াঘাট সড়কে `খুলশী সেতু`, গাইবান্ধা নাকাইহাট সড়কে করতোয়া নদীর উপর `বড়দহ সেতু`, সাঘাটা উপজেলা থেকে মহিমাগঞ্জ `উল্যা সোনাতলা সেতু` এবং গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে `ঢোলভাঙ্গা সাকোয়া সেতু`।

এ সেতুগুলো নির্মাণের ফলে গাইবান্ধা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ঢাকা, রংপুর, দিনাজপুর, হিলিবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যাপস্থার ব্যাপক উন্নতি হয়েছে। এখন কম সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত সম্ভব হবে। সেতুগুলো নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় গাইবান্ধা জেলাবাসির প্রাণের দাবি অনেকাংশে পূরণ হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধার সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুল আলম খান জাগো নিউজকে জানান, গাইবান্ধার সঙ্গে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে স্বল্প সময়ের মাঝে আরও তিনটি সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে।

অমিত দাশ/এমজেড/পিআর